ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় হাত, পা ও মুখ বাধা অবস্থায় রাস্তার পাশ থেকে মনিরুজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিককে উদ্ধার করেছেন মুসল্লিরা।
বুধবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ধাওড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তিনি ইনফো বাংলাসহ বিভিন্ন অনলাইনে শৈলকুপা প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা যায়। সাংবাদিক মুনির ৫ নম্বর কাচেঁরকোল গ্রামের ইউপি সদস্য সুকজান বেগমের নাতিস্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোরে বাজার এলাকায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একজনকে হাত পা বাধা অবস্থায় দেখতে পান মুসল্লিরা। জুতা ও জ্যাকেটের ফিতা দিয়ে তার হাত পা বাধা ও মুখে মাস্কের ওপর টেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।







