যশোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এডিসি (শিক্ষা) শাম্মি ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল জামাল আল নাসের, জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর পৌরসভা সচিব আজমল হোসেন,কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোতাচ্ছের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ বছর করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে,হাতের লেখা প্রতিযোগিতা,ছবি আঁকা,কবিতা আবৃতি,নৃত্য প্রদর্শন,নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে শিল্পকলা একাডেমি,শিশু একাডেমী ও সাংস্কৃতিক মন্ত্রণালয়।শিশু একাডেমির আয়োজনে একুশে ফেব্রুয়ারীতে বিকাল তিনটায় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি “সঙ্গীতটি শিশুদের নিয়ে পরিবেশন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সকল শহীদদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।বিকাল সাড়ে চারটায় টাউন হল ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে একুশে চেতনার নাটকের আয়োজন করা হবে। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিটি সংগঠনের পাঁচজন ও ব্যক্তি পর্যায়ে দুজন করে শহীদদের প্রতি পুষ্প অর্পণ করতে পারবেন।পুরো শহীদ মিনার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং সার্বিক সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানের বিশেষ দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন জেলা প্রশাসক যশোর ২১শে ফেব্রুয়ারি রাতে ১২:১ মিনিটে শহীদের প্রতি পুষ্প অর্পন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল সরকারি বেসরকারি স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,মাদ্রাসাসহ বিভিন্ন অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধদিন উওোলন করতে হবে। যশোর পৌরসভার শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা,হাত ধোয়ার স্থান,ও বিনা মূল্য মাক্স সরবরাহের দায়িত্ব প্রদান করা হয়।অনুষ্ঠান সঠিকভাবে সফলের জন্য সকলকেই উদাত্ত আহ্বান জানানো হয়।
সৈয়দ আল-আমিন আবিদ







