আজম খাঁন,যশোর, বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়া পৌর নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে মতবিবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাচনে নৌকার প্রার্থী কামরুজ্জান, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, আ’লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, অরুন অধিকারী , শচীন্দ্রনাথ বিশ্বাস, মুন্সি বাহার উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব কুমার রায়, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, শিহাব উদ্দিন, আবু রাসেল তান্না প্রমুখ। প্রস্তুতি সভা শুরুর আগে জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন পৌর নির্বাচনে মনোয়নয়ন প্রত্যাশী আফজাল হোসেন সঞ্জীবের বাড়ি যান। এসময় তাকে দলীয় অফিসে নিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলা হয়।







