Saturday, December 6, 2025

যশোর পৌরসভা নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৮ জন

যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ৮ জন। এদের মধ্যে নারীসহ ৭ জন আওয়ামী লীগের ও একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক। তবে এই ওয়ার্ডে বিএনপি কোন কাউন্সিলর প্রার্থী দিতে পারেনি।যশোর শহরের গাড়ীখানা, লালদীঘির পাড়, মাইকপট্টি, নিরালাপাড়া, ষষ্টিতলাপাড়া, পোস্ট অফিসপাড়া, রেলগেট তুলোতলা, রায়পাড়া, ইসমাইল কলোনী, রেলবাজার, চাঁচড়া ডালমিল ও চাঁচড়া রাজবাড়ি এলাকা নিয়ে গঠিত পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর আলমগীর কবীর সুমন, যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন, আশরাফুজ্জামান ইমন, আনিছুজ্জামান পিকুল, পাপিয়া আক্তার, আশরাফুল হাসান রিমন, আজিজুল ইসলাম সেলিম ও বিল্লাল পাটোয়ারী।এসব প্রার্থীদের নিয়ে চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় বিশেষ কোনো আলোচনা শোনা যায়নি। তবে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে ঘুরে ফিরে আলমগীর কবীর সুমনের নাম বলা হচ্ছে। যিনি বর্তমান কাউন্সিলর, শহর আওয়ামী লীগ নেতা তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক।
কাউন্সিলর আলমগীর কবীর সুমন বলেন, গতবার নির্বাচিত হবার পর ওয়ার্ডবাসীর চাহিদা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। যারমধ্যে মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, প্রতিবন্ধি ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান, করোনার সময় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র পরিবারের মধ্যে বয়স্ক, বিধবা ও চালের কার্ড প্রদান, বস্তি উন্নয়ন, বজ্য ব্যবস্থাপনা কন্টেইনার স্থাপন, নলকূপ সরবরাহ, বৈদ্যুতিক পিলার স্থাপন, রাস্তা, ড্রেন নির্মাণ এবং শৌচাগার নির্মাণ করেছেন। তিনি আরও বলেন, তার ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে আবারও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন বলেন, তিনি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত দিনে তিনি একটি নির্বাচনে পরাজিত হয়েছিলেন ও একটি নির্বাচন বয়কট করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর প্রত্যাশা ও চাহিদা পূরণে যথাসাধ্য সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। আশরাফুজ্জামান ইমন বলেন, তিনি প্রথমবার নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বিজয়ী হলে সর্বপ্রথম ভূমিদস্যু মুক্ত এলাকা গড়তে চান।আজিজুল ইসলাম সেলিম বলেন, তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে শ্রমিক লীগ রাজনীতির সাথে জড়িত। তিনি নির্বাচিত হলে সব সময় ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সাথে থাকবেন।আনিছুজ্জামান পিকুল জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি ইসলামের খেদমত করতে নির্বাচন করছেন।আশরাফুল হাসান রিমন বলেন, তিনি নির্বাচিত হলে গোটা ওয়ার্ডের সড়কের উন্নয়ন করবেন। যাতে এলাকাবাসী নির্বিঘ্নে এলাকায় যাতায়াত করতে পারে।বিল্লাল পাটোয়ারী বলেন, তিনি নির্বাচিত হলে আলোকিত ওয়ার্ড গড়ে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান। একমাত্র নারী প্রার্থী পাপিয়া আক্তার জানান, তিনি ৬ নম্বর ওয়ার্ডের জনগণের প্রার্থী। জনস্বার্থে নির্বাচন করছেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর