চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছা পৌরসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার প্রচারণায় ততই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রার্থীদের দিন রাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিনে নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন আল মামুন হিমেল দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে পৌর সদরের প্রতিটি অলি গলি, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, মেয়র প্রার্থী নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার, আওয়ামীলীগ নেতা চুন্নু বড় মিয়া, সিরাজুল ইসলাম রাজ, লাভলু, আশরাফুল ইসলাম সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় মেয়র প্রার্থী নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, শান্তি প্রিয় চৌগাছা পৌরবাসি আগামী ১৪ ফের্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত। নৌকা এদেশের ১৬ কোটি মানুষের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। তাই আসন্ন নির্বাচনে নৌকার জয় হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বিগত ৫ বছরে চৌগাছা পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা আজ দৃশ্যমান। এখনও যে উন্নয়ন কাজ চলছে সেই কাজকে সামনে এগিয়ে নেয়ার স্বার্থে পৌরবাসি আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।







