Friday, December 5, 2025

বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, তিনজন আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার, বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ, মোংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল। শনিবার রাতে ওই উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) কর্মকর্তা লেফটেনেন্ট এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, আটককৃতদের রাতেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে মামলা করে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর