কেশবপুর প্রতিনিধিঃ আগামী ২৮ ফেব্রয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩১জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ বজলুর রশীদের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন ৯ নম্বর বালিয়াডাঙ্গা ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম ইবাদত সিদ্দিকী বিপুল। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা আব্দুস সালামের নিকট মনোনয়ন পত্র জমা দেন ৩ নম্বর ওয়ার্ডের দুই জন কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুজ্জামান ও মোরশেদ আলী।







