Friday, December 5, 2025

খুলনায় হত্যা মামলায় একজনের ফাঁসি

খুলনা প্রতিনিধি : খুলনায় দেলোয়ার ‌হো‌সেন দিলু হত্যা মামলায় শা‌হিনুর রহমান তাজু নামে এক আসামির ফাঁসির আদেশ দি‌য়ে‌ছে আদালত। রায় ঘোষণার সময় আসা‌মি তাজু আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রোববার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রে‌ন। দিলু মহানগরীর প্রাণকেন্দ্র সি‌মে‌ন্ট্রি রো‌ডের বাসিন্দা ছিলেন।এছাড়া রায়ে মামলার ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হ‌লেন শা‌হিনুর রহমান তাজুর ভাই হাসানুর রহমান কাজু, রাজু ও তার মা নুরজাহান বেগম, ভা‌গ্নে এহসান মোল্লা।২০১৩ সা‌লের ১৬ জুন সি‌মে‌ন্ট্রি রো‌ডের হো‌টেল আরামের সাম‌নে হাতুড়ি দি‌য়ে পি‌টি‌য়ে দেলোয়ার ‌হো‌সেন দিলুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহ‌তের স্ত্রী শওকত আরা রানু বা‌দী হ‌য়ে খুলনা সদর থানায় মামলা ক‌রেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার পাল ৫ জন‌কে অভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। স্বাক্ষ‌্য প্রমা‌ণের ভি‌ত্তি‌তে তাজু দোষী সাব‌্যস্ত হওয়ায়  তাকে ফাঁসি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডাদেশ দি‌য়েছে আদালত

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর