বাঘারপাড়া প্রতিনিধি: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমাার রায় বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এদেশে এক সঙ্গে শান্তিতে বসবাস করছে।
দু’ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা রাধাগোবিন্দ মন্দিরের প্রচীর নির্মাণ কাজের উদ্বাধনপূর্ব এক ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরিউক্ত কথা বলেন তিনি। শনিবার রাত ১০টায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রনজিৎ রায় বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে স্কুল-কলেজে প্রকৃত জ্ঞান অর্জন হচ্ছেনা। তার অন্যতম কারণ, অভিভাবকরা চান তার সন্তানরা যেন এ-প্লাস পাক। সন্তানদের সুক্ষিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। সন্তানরা উন্নত শিক্ষায় শিক্ষিত হলে দেশের উন্নয়ন হবে। দাঁড়াতে পারবে মাথা উঁচু করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব সন্তোষ অধিকারি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোল্লা, আওয়ামী লীগ নেতা শচীন্দ্র নাথ বিশ্বাস, বাবলু সাহা, গোলাম ছরোয়ার, চিত্ত রঞ্জন রায়, উত্তম কুমার কুন্ডু, তাপস কুমার কুন্ডু, বিপ্লব রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেহমান জেমাম বাবু, সাগর হাসান মামুন এবং সুব্রত কুমার।
অনুষ্ঠানে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় প্রচীরের সব ব্যয় বহন করার ঘোষণা দেন। এছাড়া মন্দিরের উন্নয়নে দশ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
এর আগে সনাতন ধর্মাবলম্বীদের এই উপাসনালয়ের উন্নয়নে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন সরকার দলীয় এই প্রবীণ সংসদ সদস্য।
সন্তান উন্নত শিক্ষায় শিক্ষিত হলে দেশের উন্নয়ন হবে:এমপি রনজিৎ রায়

আরো পড়ুন






