Friday, December 5, 2025

শৈলকুপায় আগুনে পুড়ে গেছে ১০ পরিবারের স্বপ্নের ঘর

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে রোববার সকাল ৮টার দিকে আগুনে পুড়ে গেছে ১০ পরিবারের স্বপ্নের ঘর।

শৈলকুপা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে চুলার আগুন থেকে শৈলকুপা ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে এ ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথীসহ ১০টি পরিবারের ৯টি ঘর, চাল, ডাল ও শীতবস্ত্রসহ জিনিসপত্র পুড়ে ছাই হয়। এ ঘটনায় তাদের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

খবর পেয়ে ইউএনও কানিজ ফাতেমা লিজা ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর