Friday, December 5, 2025

চৌগাছায় করিমন উল্টে ও নির্মানাধীন বাড়ির ছাদ থেকে পড়ে ৬ ব্যক্তি আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় স্যালো চালিত করিমন দূর্ঘটনা ও নির্মানাধীন বাড়ির ছাদ থেকে পড়ে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে যশোরে রেফার করা হয়েছে। রবিবার সকালে এই দূর্ঘটনা দু’টি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হতে ইট ভাঙ্গা কাজে নিয়োজিত শ্রমকিরা একটি স্যালো চালিত করিমন যোগে চৌগাছায় আসছিল। পথিমধ্যে চৌগাছা-মহেশপুর সড়কে হাজরাখানা মাঠের মধ্যে পৌছালে করিমনের চাকা ফেটে সড়কে উল্টে যায়। এতে জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের ইবাদত হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), একই গ্রামের বাকের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), আঃ আলিমের ছেলে আশরাফুল (৪০), ভাঙ্গাপাড়া গ্রামের তমছের আলীর ছেলে সোহেল রানা (২৫) ও একই গ্রামের সুলতান আহমেদের ছেলে সেলিম রেজা (২৫) মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সোহেল রানা ও আমিরুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোরে রেফার করা হয়। বাকিরা চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে রবিবার সকালে চৌগাছা-যশোর সড়কে নিমতলা বাজারে একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে অসাবধনতা বশত নিচে পড়ে এক নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। আহত আজগার আলী (৩০) যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন। চৌগাছা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ আহতদের হাসপাতালে ভর্তি ও রেফারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর