যশোরে ছুরিকাঘাতে ওহিদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার শান্তাপাড়ার হাদিবার রহমানের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ওহিদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে তার সাথে প্রতিবেশী শামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। বিকেল তিনটার দিকে শামিনুর রহমানের নেতৃত্বে চার-পাঁচজন তার বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। আহতাবস্থায় তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।







