Saturday, December 6, 2025

যশোর পৌরসভার ৩ নং ওয়ার্ডে আ’লীগের ৭ ও বিএনপির ১ প্রার্থী মাঠে

যশোর পৌরসভার ৩ নং ওয়ার্ড মানেই বিএনপির ঘাঁটি। মনোনয়নপত্র সংগ্রহের সময় বাকি আর মাত্র দু’দিন। অথচ এখনো পর্যন্ত বিএনপি সমর্থিত কেউই মনোনয়নপত্র সংগ্রহ করেননি। অথচ আওয়ামী লীগ ঘরাণার একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পুরুষের পাশাপাশি মাঠে রয়েছেন মহিলা প্রার্থীরাও। এদের পাশাপাশি খানিকটা অপরিচিত বেশ কয়েকজনও নিজেদের পরিচিতি আনতে মনোনয়নপত্র কিনেছেন বলে দাবি স্থানীয়দের। এলাকার লোকজন বলছেন, চুলচেরা বিশ্লেষণ করেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরেজমিন তিন নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায়, টানা তিনবারের  কাউন্সিলর মোকসিমুল বারী অপু এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন সাতজন। মাত্র একজন রয়েছেন বিএনপির। তিনি হচ্ছেন, সাব্বির মালিক। আওয়ামী লীগ ঘরোয়া গতবারের পরাজিত প্রার্থী কামরুজ্জামান মিন্টুর ওয়ার্ডের প্রতিটি মোড়ে পোস্টারে ছেয়ে গেছে। অপর পরাজিত প্রার্থী শামীম আহম্মেদ রনিও মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী এস এম ইউসুফ সাহিদ। প্রচার চালাচ্ছেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকনও।
তিন নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন মহিলা পরিষদ সদস্য উম্মে মাকসুদা মাসু। ছাত্রলীগ নেতা পরিচয় দেয়া ওমর ফারুক অপুও মনোনয়নপত্র কিনেছেন। মিন্টু ও অপু ছাড়া অন্যদের পোস্টার কিংবা প্যানা চোখে না পড়লেও নিজেদের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন অন্যরাও।
এর আগে কাউন্সিলর প্রার্থী হওয়া বিএনপি নেতা মারুফ হোসেন এবার নির্বাচন করছেন না। সাব্বির মালিক নামে একজন এই ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন।
নির্বাচন নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, গতবার সামান্য ভোটের জন্য পরাজিত হয়েছেন। তিনি জয়ী হতে পারলে  রোডলাইট স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আলী রেজা রাজুর ভাই আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ রনি বলেন, তিনি জয়ী হলে ওয়ার্ডকে ঢেলে সাজাবেন। ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। শহর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইউসুফ সাহিদ জানান, পৌরসভার বিভিন্ন সেবাসমূহ ওয়ার্ডবাসীর দোরগোড়ায় পৌঁছে দিবেন। দেলোয়ার হোসেন টিটো জানান, মাদক ও সন্ত্রাস রুখতে তিনি ভূমিকা রাখবেন। সাইদ আহমেদ বাবু বলেন, জনসাধারণের স্বার্থ রক্ষায় নির্বাচন করছেন।
ওমর ফারুক অপু বলেন,ভোটারদের আগ্রহে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সমর্থিত সাব্বির মালিক বলেন, নানা সমস্যায় জর্জরিত তিন নম্বর ওয়ার্ডকে ডিজিটাল হিসেবে গড়ে তুলবেন তিনি।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কথা হয় শামছুর রহমান নামে একজন ভোটারের সাথে। তিনি বলেন, ঘোপ সেন্ট্রাল রোড বাইলেন, সেন্ট্রাল রোড নদীর পাড়সহ বেশ কয়েকটি এলাকা অবহেলিত রয়েছে। এসব এলাকা নিয়ে কারো মাথাব্যথা নেই।   ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সানি বলেন,মানুষ পরিবর্তন চাচ্ছে। তিনিও ব্যক্তিগতভাবে কাউন্সিলর পদে পরিবর্তন প্রত্যাশা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর