সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ পৌর নির্বাচনের মাত্র ১দিন আগে নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফকির মুশফিকুর রহমান লিটন। তিনি কালিয়া পৌরসভার বর্তমান মেয়রের দায়িত্ব পালন করছেন। আজ (২৯ জানুয়ারি) সকালে কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বিএম একরামুল হক টুকু, সাবেক পৌর মেয়র অ্যাড. বি এম এমদাদুল হক টুলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা এমদাদুল হকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ।
কালিয়া পৌর নির্বাচনে থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিটন

আরো পড়ুন






