যশোর পৌরসভার দু’ নম্বর ওয়ার্ডেও নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।প্রবীণদের সাথে রয়েছেন নবীন প্রার্থীরাও। সম্ভাব্য প্রার্থীরা দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা ভোটারদের।এই ওয়ার্ডে এখনো পর্যন্ত আটজন প্রার্থী আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান দিয়েছেন। তাদের মধ্যে একজন বাদে অন্যরা ইতিমধ্যে মনোনয়নপত্র কিনেছেন। তবে, ভোটাররা চূড়ান্ত হিসাবনিকাশ করবেন শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন তার উপর।বৃহস্পতিবার সরেজমিন দু’ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রচারে নেমেছেন আটজন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর রাশেদ আব্বাস রাজও রয়েছেন। এছাড়া, সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন ফের নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনিও বিএনপি ঘরাণার। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রয়েছেন ছয়জন। তাদের একজন যশোর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু। প্রার্থী হচ্ছেন সাকিব চৌধুরী নামে এক তরুণও। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তপন ঘোষ, টুটুল মোল্লা, ইকবাল কবির ও জাহিদুল ইসলাম। সকলেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। ওয়ার্ড জুড়ে পোস্টার সেঁটেছেন।
প্রার্থী শেখ সালাউদ্দিন বলেন, তিনি পরপর তিনবার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তার সময়ে অনেক কাজই অসমাপ্ত অবস্থায় রেখে যান। কিন্তু সেই সব কাজ আর আলোর মুখ দেখেনি। তিনি জয়ী হয়ে দুই নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজাতে চান।মীর মোশাররফ হোসেন বাবু বলেন, দু’ নম্বর ওয়ার্ড অবহেলিত। এখানকার মাদক ও সন্ত্রাস নির্মূল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।কাউন্সিলর প্রার্থী হতে আলোচনায় রয়েছেন জেলা যুবলীগের সহ আইন বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ। তিনি বলেন, মানুষের সেবা করার জন্য ভোটাররা তাকে ভোট দেবেন।সাকিব চৌধুরী বলেন, এলাকার উন্নয়নে তিনি নিজেকে সপে দিতে চান।কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা টুটুল মোল্লা। তিনি জানান, নির্বাচিত হলে পৌরসভার সবচেয়ে বেশি ট্যাক্স দেয়া দু’ নম্বর ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে তৎপর থাকবেন।ইকবাল কবির নামে আরেক কাউন্সিলর প্রার্থী বলেন, এলাকার ভোটাররা এবার তাকে কাউন্সিলর পদে চাচ্ছেন। এ জন্য তিনি জনসাধানণের জন্য নির্বাচন করছেন।আরেক প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, দু’ নম্বর ওয়ার্ডবাসী বেহাল ড্রেন ও সড়কের কারণে নাগরিক সেবা থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবেন বলে জানান।সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, যারা যোগ্য এবং ওয়ার্ডে রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন করবেন তাকে ভোট দিবেন।নির্বাচন নিয়ে কথা হয় খালধার রোডের মনিরুল ইসলাম, লোন অফিসপাড়ার পাপিয়া খাতুন, বরফ কল এলাকার আশরাফ হোসেনসহ অনেকের সাথে। তারা সুষ্ঠু নির্বাচন চান। যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
বিশেষ প্রতিনিধি







