খুলনা প্রতিনিধি: খুলনায় পূর্বশত্রুতা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নয়ন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত নয়ন মহানগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।হরিণটানা থানার ওসি মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হলের গেট সংলগ্ন চায়ের দোকানের সামনে রাকিব নামে এক যুবকের সঙ্গে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটি হয়ে নয়নের। এক পর্যায়ে রাকিবের সহযোগী রাজু, সুজন ও শাকিব পেছন থেকে নয়নকে জাপটে ধরে। এরপর রাকিব ধারালো অস্ত্র দিয়ে নয়নের বুকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় নয়নকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান।







