Friday, December 5, 2025

চৌগাছায় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শ্যামল দত্ত,যশোর, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা ভাস্কর্য মোড়ে সংগঠনের উপজেলা আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়ের সভাপতিত্বে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।

সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, চৌগাছা পৌরসভার মেয়র ও ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী নুর উদ্দীন আল-মামুন হিমেল।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিচুর রহমান আনিচের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোয়ার্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-গ্রন্থাগার সম্পাদক নবীরুজ্জামান বাবু, সহ-সম্পাদক বাবলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হুমায়ন সুলতান, আব্দুল্লাহ রানা।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগর সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ ও হুমায়ন কবির সোহেল, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার তসলিমুর রহমান, সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য রেজয়ান হাবিব আলিফ, মামুন কবির, মনিরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম বকুল, মাধারণ সম্পাদক আব্দুল মজিদ, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, মাষ্টার ফারুক হোসেন, মমিনুর রহমান মোমিন, আজাদুর রহমান খান, মনিরুজ্জামান মিলন, আনিছুর রহমান দেওয়ান, হাসেম আলী, নুর মোহম্মদ, একেএম শামীম আল মামুন শাহিন, প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান, রাজু আহমেদ, এইচএম ফিরোজ হোসেন, আব্দুল করিম, রুবেল হোসেনসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীহ কৃষকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে যুবলীগকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে।
তিনি বলেন পৌর নির্বাচন ঘিরে আপনাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিটি মানুষের কাছে যাবেন। ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরার আহ্বান করেন তিনি।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর