যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সভা আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাহাদুরপুরের জেস গার্ডেন পার্কে এ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। বুধবার ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সাধারণ সভা সম্পন্ন করার জন্য গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। সাধারণ সভার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল জানান,আলোচনা হয়েছে। কিন্তু কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে গঠিত বিভিন্ন কমিটিতে স্থান পাওয়া সদস্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র বিতরণ করা হয়েছে। সর্বশেষ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সভা কবে অনুষ্ঠিত হয়েছিল তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। এ সংক্রান্ত কোনো তথ্যও সংরক্ষিত নেই জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে। তবে, একটি বিষয়ে স্পষ্ট, সর্বশেষ ১৫ বছর আগে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছিল। তখন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
রাতদিন সংবাদ







