Friday, December 5, 2025

যশোরে সড়ক দুর্ঘটনায় দ‘জন হতাহত

যশোরে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের কোরবান আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন আশিক হোসেন (১৯) নামে অপর এক যুবক। তিনি সদর উপজেলার রূপদিয়ার আব্দুল ওদুদের ছেলে।
পুলিশ জানায়, সাগর হোসেন ও আশিক হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বুধবার সকাল সাড়ে ১০ টায় তারা দু’জন রূপদিয়া থেকে মোটরসাইকেলযোগে শহরের মণিহার এলাকায় আসছিল।
পথিমধ্যে মুড়লি মোড়ে পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সাথে তাদের ধাক্কা লাগে। এতে তারা দু’জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাগরের  মৃত্যু হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর