মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃসোমবার রাতে মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে এক দালাল সহ ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনস্ত শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শ্যামকুড় গ্রামের একাশিপাড়া মাঠের ভিতর থেকে মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী গ্রামের মৃত অনুকুল চন্দ্র ঘোষের ছেলে শী ননি গোপাল ঘোষ(৪০), কালনিকি গ্রামের মৃত আনুতোষ পালের ছেলে বিজয় পাল(২৬), শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার কার্তকপুর গ্রামের অরুন কৃঞ্চ পালের ছেলে শ্রীমতি প্রিয়া পাল(১৯), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কুমারকান্দি গ্রামের মুহিত বিশ্বাসের ছেলে মিহির বিশ্বাস(৫১), কাশিয়ানী থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস(৩২), খুলনা জেলার বাটিয়াঘাটা থানার গুপ্তমারি গ্রামের মৃত অজয় রায়ের ছেলে অমিত রায়(২৮) এবং একই জেলার ডুমুরিয়া থানার খামারবাড়ি গ্রামের ছেলে মৃত মদন হালদারের ছেলে প্রসেনজিত হালদার(২৭)কে আটক করে। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার পাতিবিলা গ্রামের আঃ করিমের ছেলে আসাদুল (২৭) কে আটক করে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়ছে।







