আজমখাঁন,বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নিবার্হী অফিসার ও রিটার্নিং অফিসার তানিয়া আফরোজ এর নিকট দুই জন মেয়র প্রার্থী ও এক জন কাউন্সিলর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মেয়র প্রার্থীরা ছিলেন যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন। কাউন্সিলর পদে ৮নম্বর ওয়ার্ডের নির্মল বিশ্বাস শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করেন। আওয়ামীলীগ দলীয় সুত্রে জানাগেছে , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীর অনুরোধে বিদ্রোহী দুই প্রার্থী দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিকদার ,দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, আলমগীর সিদ্দিকী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এনায়েত হোসেন লিটন প্রমুখ।







