সাইদুর জামান (রাজা) শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শার্শায় উপজেলা আ.লীগের কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। শার্শায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মজ্ঞু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফার হোসেন,শার্শা সদর ইউনিয়ানের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক বনি, রুমেল, আগত আওয়ামী যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া অনুষ্ঠান পরিচলনা করেন শার্শা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান ।
শার্শা উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আরো পড়ুন






