Saturday, December 6, 2025

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল।আমদানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। এছাড়া করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও চালু রয়েছে।ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটক পড়েছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য এবং মাছ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর