Saturday, December 6, 2025

ভিভো Y12s যশোর বাজারে আসতেই বাজিমাত

সুনামধন্য মোবাইল ব্র্যান্ড ভিভো’র Y12s মডেলের মোবাইল ফোন যশোর বাজারে আসতেই বাজিমাত করেছে। গত ২০ জানুয়ারি প্রথম যশোর বাজারে এ মোবাইলের বিক্রি শুরু হয়। এরপর থেকেই এ ফোন বিক্রির যেন হিরিক পরে যায় মোবাইলের দোকানগুলোতে। 3 Gb র‌্যাম ও  32 gb রোমের সেটের বাজারে তুলনামুলকভাবে দামকম ও 3GB RAM – 32GB ইন্টারনাল মেমোরির সঙ্গে দুর্দান্ত স্ক্রিন হওয়ায় মোবাইল ফোন ক্রেতারা ঝুকছেন  Y12s মডেলের পেছনে। এছাড়া  মোবাইলে  5000 mAh ব্যাটারি ও  AI পাওয়ার সেভিং টেকনোলজি থাকায় শিক্ষার্থীরা সাচ্ছ্যন্দের সাথেই কিনতে দেখা যাচ্ছে এ মোবাইল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ফলে অনলাইনে তাদের বিভিন্ন ক্লাস করতে হচ্ছে। Y12s মডেলের মোবাইল ব্যবহারে চার্জ এর ঝামেলা কমেছে বলে দাবি করছেন তারা। এরবাইরেও ছিলো কোম্পানীর চোঁখ ধাধানো ক্রেতাদের জন্য উপহারের বিশেষ অফার।
খোঁজ নিয়ে যানা যায়, গত ২০ জানুয়ারি ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ভিভো’র Y12s মডেলের মোবাইল ফোন যশোরে বিক্রি আনুষ্ঠানিক ভাবে  শুরু হয়। এ উপলক্ষে কেকে কেটে শুভ উদ্বোধন  করেন যশোরের ডিষ্টিবিউটর মোঃকামাল হোসেন। এসময় ভিভোর যশোরের সেলস অফিসার

উদ্বোধনী অনুষ্ঠান

গাজী সুফল, অনি সরকার,ফয়সাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর কোম্পানী থেকে ঘোষনা দেন ওই দিন যারা Y12s মডেলের মোবাইল ফোন কিনবেন তাদের মধ্যে লটারীর মাধ্যমে চারজনকে পুরস্কিত করা হবে। এরপরই মোবাইল কিনতে সিরিয়াল পরে যায় দোকানে দোকানে। ওইদিন বিকেলে  চারজনকে পুরস্কিত করা হয়। সাগর হোসেন ১ম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্জি টেলিভিশন,  জাহিন খান ২য় পুরস্কার মাইক্রো ওভেন, ৩য় আরিয়ান ও আলতাফ হোসেনকে ৪র্থ  পুরস্কার হিসেবে একটি করে রাইস কোকার উপহার দেয়া হয়। বিজয়ীরা যশোর মোবাইল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর সবুর নান্নু চাকলাদার ও ভিভোরে যশোরের ডিলার নিউতনা টেলিকমের স্বত্বাধীকারী কামাল হোসেনের হাত থেকে উপহার গ্রহন করেন। এরপরই  কোম্পানীর কাছ থেকে ক্রেতাদের জন্য আসে নতুন ঘোষণা। ২৪ জুন পর্যন্ত সকল ক্রেতাদের মধ্যথেকে লটারীর মাধ্যমে আরো চারজনকে পুরস্কার দেয়ার  ঘোষণা আসে। এতে করে ক্রেতাদের সাথে বিক্রেতারও আরো উচ্ছাসিত হয়ে উঠে। দোকানে দোকানে ফোন বিক্রির ধুম চলতেই থাকে। ২৪ জানুয়ারী বিকেলে কোম্পানীর পক্ষথেকে লটারীর মাধ্যমে চারজনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এদিন রানা ১ম, ২য় লাকি, ৩য় নদী ও ৪র্থ পুরস্কার পান মোস্তফা। ভিভোরে যশোরের ডিলার নিউতনা টেলিকমের স্বত্বাধীকারী কামাল হোসেন ও ইর্ষ্টান ব্যাংক লিঃ যশোর শাখার ম্যানেজার আব্দুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

যশোরের ডিলার ও নিউতনা টেলিকমের স্বত্বাধীকারী কামাল হোসেন বলেন, ১২ হাজার ৯শ’৯০ টাকায় সারাদেশের সাথে যশোরের মোবাইল মার্কেটে Y12s মডেলের মোবাইল ফোন বিক্রি হচ্ছে। এছাড়া এ মোবাইলে রয়েছে 1,600 x 720 রেজোলিউশনের 6.51-ইঞ্চি HD+ Halo FullView ডিসপ্লে। যাতে গেমিং ও ভিডিওর ক্ষেত্রে দারুণ ভিউ পাওয়া যাবে। এই ফোনে রয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং ও ফাস্ট ফরওয়ার্ড রেকর্ডিংয়ের

২৪ জানুয়ারীতে বিজয়ীরা

সুবিধাও। অন্যান্য Vivo-র ফোনগুলির মতো এটিতেও FunTouch OS থাকছে। FunTouch OS 11 ও Android 10 দিয়ে তৈরি হয়েছে এই ফোন। রয়েছে Snapdragon 439 প্রসেসর। ডুয়াল রেয়ার ক্যামেরার সুবিধা। ফোনটির ওজন মাত্র ১৯১ গ্রাম। বর্তমানে ফোনটি পাওয়া যাচ্ছে ফ্যানটম ব্ল্যাক ও গ্লেসিয়ার ব্লু এই দুই অপশনে। তিনি ধারনা করেন, যশোরের বাজারে অতীতের সকল বিক্রি রের্কড ভাঙবে ভিভো Y12s ।

বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর