Friday, December 5, 2025

নড়াইলে আনুমানিক ১৯ লক্ষ টাকার মাদক ধ্বংস

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আনুমানিক ১৯ লাখ টাকার মাদক ধ্বংস করেছে জেলা পুলিশ বিভাগ। রোববার বিকেলে নড়াইল আদালত চত্তরে এই মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মোঃ মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ১১শ বোতল ফেনসিডিল, ২ কেজি ১৭ গ্রাম গাজা, ৩০ বোতল মদ, ২৬৬ পিচ ইয়াবা ধ্বংস করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা পালন করছে। নড়াইল জেলাকে মাদকমুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে প্রশাসন বদ্ধ পরিকর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর