যশোরের বাঘারপাড়ায় বারো বছর বয়সি জুথি নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতের কোন এক সময় বাড়ির পাশের বাঁশ বাগানের ভিতর ডুমুর গাছে গলায় উরনা পেচিয়ে আত্নহত্যা করে। নিহত শিশু উপজেলার বারভাগ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ।
পুলিশ ও স্থানিয়রা জানায়,শিশু জুথি দীর্ঘদিন থেকে পেট ব্যথা, মাথা ব্যথা, ব্রেন সমস্যায় ভুগছিলো এবং ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। একারনে রোববার রাতের কোন এক সময় একই গ্রামের আজিজুল শিকদারের বাঁশ বাগানের ভিতর ডুমুড়িয়া গাছের সথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে৷ স্থানিয় লোকজন সোমবার সকালে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঝুলান্ত লাশ উদ্ধার করে মৃৃত্যুর সঠিক কারন নির্ণয় করতে ময়না তদন্ত করার জন্য,যশোর জেনারেল হাসপাতালে পাঠান। অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাতদিন সংবাদ







