অভয়নগর (যশোর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধকালিন মুজিব বাহিনীর প্রশিক্ষক মুক্তিযোদ্ধা পীরজাদা আলহাজ্ব খাজা শাহ্ রফিকুজ্জামানকে (নওয়াপাড়া পীর কেবলাহ) সংবর্ধনা প্রদান করেছে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। গতকাল রোববার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহম্মদ খানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা পীরজাদা আলহাজ্ব খাজা শাহ্ রফিকুজ্জামান (পীর কেবলাহ), সম্মানিত অতিথি যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রাজেক আহম্মেদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক অধির কুমার পাঁড়, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মুক্তিযোদ্ধা ইনতাজ মোড়ল, আকবর হোসেন, আফজাল হোসেন, ফারাজী নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, আ’লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতৃবৃন্দ ও সূধীজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
মুজিব বাহিনীর প্রশিক্ষক শাহ্ রফিকুজ্জামানকে সংবর্ধনা দিলো অভয়নগর মুক্তিযোদ্ধা কমান্ড







