শ্যামল দত্ত(যশোর) চৌগাছা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ পেল ২৫ টি পরিবার। ভিডিও কনফাররেন্সর মাধ্যমে শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানন্ত্রী শেখহাসিনা ।
শনিবার ২৩ জানুয়ারি উপজেলা মিলনয়াতনে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহীন ২৫টি পরিবারকে জমি ও গৃহ প্রদানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি শাম্মী ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুলহক, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল,উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন গিমেল, থানার অফিসার ইনসার্জ রেফাত খান রাজিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ, চৌগাছা সদও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীযাদের জমি ও গৃহ হস্তান্তর করলেন বীর মুক্তি যোদ্ধা মোঃ আবুবকর, মোঃআমির হোসেন, মোঃ আহাদ সর্দার, খদেজা বেগম,মোছাঃজহুরা বেগম, মিনারুলইসলাম, মোঃ সুলতান, মোঃ আব্দুল কাদের,আনুবালা,জুগোল সরকার, সষ্ঠি কুমার দাস,মোঃআশরাফআলী, মোঃআঃগণি,মোঃমনিরুলইসলাম,মোছাঃআছিয়াখাতুন, মোছাঃফয়জান বেগম, মোঃশাহাদত হোসেন,মোঃসাইফুলইসলাম,আলফা বেগম,মোছাঃছখিনা খাতুন,জয়গুন নেছা,মোছাঃ ছখিনা খাতুন,মোছাঃ হালিমা খাতুন,মোঃ নাজমুল, মোছাঃ ফিরোজা খাতুন ।







