বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ বাঘারপাড়ায় মেধাবী ছাত্র শিমুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এগারো খানের সর্বসাধারণের আয়োজনে বিকাল ৩ টায় দোগাছির মোড় বাজারে এ মানববন্ধন করা হয়। যশোর-নড়াইল জেলার সিমান্তে অবস্থিত এগারোখান (এগারো গ্রাম) অঞ্চলের বিভিন্ন বয়সী ও পেশাজীবিরা এ মানব বন্ধনে অংশগ্রহন করেন। বৃহশপতিবার বিকালে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন এনজিও পরিচালক স্বপন অধিকারী, আওয়ামীলীগ নতা সনাতন গুপ্ত, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস. অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী দাস, সমা কমরেড বিপুল বিশ্বাস, কঙ্কন পাঠক, প্রিন্স সরকার প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এগারোখানের একটি ভবিষ্যত উজ্জ্বল নক্ষত্র শিমুল বিশ্বাস এর হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের ফাঁসুন দাবী জানান। তারা বলেন,”এলাকায় মাদকের ছোবল ধংস করে দিচ্ছে যুব সমাজকে।” তারা এলাকাকে মাদক মুক্ত করার দাবী জানান। উল্লেখ্য গত ১৭ জানুয়ারি শনিবার বাঘারপাড়ার রঘুরামপুরের খাল থেকে মেধাবী কলজ ছাত্র শিমুল বিশ্বাসর মরদেহ উদ্ধার করা হয়। বাবা মুকুল বিশ্বাস পাঁচ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তরা সবাই জেল হাজতে আছে।







