যশোরের বাঘারপাড়া উপজেলার দাদপুরে বীর মুক্তিযোদ্ধা অনিল ঘোষ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এ সময় তার স্ত্রী, দু’ ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
তার ছেলে ব্যাংক কর্মকর্তা অনুতোষ ঘোষ জানান, অনিল ঘোষ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি ইহলোক ত্যাগ করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা অনিল ঘোষকে রাষ্ট্রীয় সম্মান জানাতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ বাঘারপাড়া উপজেলার দপ্তর সম্পাদক বিমল বিশ্বাস,বাসুড়িয়া ইউনিয়ন কমান্ডার লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, জাতীয় যুব পরিষদ যশোরের সভাপতি আবু মুছা, পূজা উদযাপন পরিষদ নেতা মাখন লাল ঘোষ, আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন, অরুণ পাল প্রমুখ।
রাতদিন সংবাদ







