Saturday, December 6, 2025

ঝিকরগাছায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি অভি আটক,অস্ত্র উদ্ধার

ঝিকরগাছায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি অভি ইসলাম প্রান্তকে আটক করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল উদ্ধার করা হয়। শনিবার ঝিকরগাছার বাঁকড়া এলাকা থেকে অভিকে আটক করে পুলিশ।
গত ১৪ জানুয়ারি দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে করে যশোরে নিজের বাড়িতে নিয়ে আসে অভি। সেখানে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করা হয়। এসময় ওই ছাত্রীকে অভি ভয় দেখিয়ে বলে বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে।
শনিবার রাতে নির্যাতিতর মা ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। আটক অভি যশোরের পুরাতন কসবা এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। সে ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামে মামা কাজল রায়হানের বাড়িতে বসবাস করে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বাঁকড়া এলাকা থেকে রোববার রাতে আসামিকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কাঁটাখাল পৌরপার্ক থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামির কাছ থেকে একটি কাগজপত্রবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
অভির নামে ঝিকরগাছা থানায় চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ মোট ১৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি। নির্যাতিত শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর