Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় শিমুল হত্যা মামলায় তিন জন রিমান্ডে

যশোরের বাঘারপাড়ায় কিশোর শিমুল বিশ্বাস হত্যা মামলায় আটক ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার বিকেলে উপজেলার দোগাছিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, বাঘারপাড়া উপজেলার দেগাছিয়া গ্রামের পাগল চন্দ্র গোলদারের ছেলে লক্ষীকান্ত গোলদার, মৃত জগবন্ধু বিশ্বাসের ছেলে কৃষ্ণপদ বিশ্বাস ও নড়াইলের করলা গ্রামের রাম বিশ্বাসের ছেলে বর্তমানে দোগাছিয়া গ্রামে শ্বশুর শক্তিপদের বাড়িতে বসবাসকারী কৃষ্ণ বিশ্বাস। আটক ৩ জনসহ ৫ জনকে আসামি করে সোমবার সকালে বাঘারপাড়া থানায় মামলা করেন নিহত কলেজছাত্র শিমুল বিশ্বাসের (১৭) পিতা একই গ্রামের মুকুল বিশ্বাস। পলাতক অপর দুজন আসামি হলো, একই গ্রামের নিমাই গোলদারের দুই ছেলে সৌমিত্র গোলদার ও অমিত গোলদার।
উল্লেখ্য, গত রোববার সকালে বাঘারপাড়ার রঘুরামপুর গ্রামের বেজিগাড়া মাঠ থেকে শিমুলের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগেরদিন সে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর