মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক হয়েছে। তিনি উপজেলার হেলাঞ্চি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী। স্বামীপক্ষের দাবি, কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে, পিতৃপক্ষের অভিযোগ,তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মৃতের ভাই তরিকুল ইসলাম জানান, ১৪ বছর আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে নয় ও সাত বছর বয়সী দু’ ছেলে মেয়ে রয়েছে। আজিজুর রহমান দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী। প্রতিমাসে তিনি বিদেশ থেকে ৫০ হাজার করে টাকা পাঠান। কিন্তু সেই টাকা তার ভাসুর আলিম ও তার স্ত্রী হাতিয়ে নিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এই বিরোধের জের ধরে শনিবার রাতে ভাসুর আলিম ও তার স্ত্রী তাকে বেধড়ক মারপিট করে হত্যা করেছে। পরে তারা গ্রামে প্রচার করে পারভীন কীটনাশক পান করেছেন। পরিবারের অন্য সদস্যরা পারভীনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মৃতের ভাই তরিকুল ইসলাম জানান, ১৪ বছর আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে নয় ও সাত বছর বয়সী দু’ ছেলে মেয়ে রয়েছে। আজিজুর রহমান দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী। প্রতিমাসে তিনি বিদেশ থেকে ৫০ হাজার করে টাকা পাঠান। কিন্তু সেই টাকা তার ভাসুর আলিম ও তার স্ত্রী হাতিয়ে নিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এই বিরোধের জের ধরে শনিবার রাতে ভাসুর আলিম ও তার স্ত্রী তাকে বেধড়ক মারপিট করে হত্যা করেছে। পরে তারা গ্রামে প্রচার করে পারভীন কীটনাশক পান করেছেন। পরিবারের অন্য সদস্যরা পারভীনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







