শৈলকুপা প্রতিনিধি: দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় ভোটগ্রহণ চলছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন এই পৌরসভার ভোটাররা। সকাল থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে নারী পুরুষের ভিড় দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শৈলকুপা পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে।শৈলকুপায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত করতে ১৫ টি ভোট কেন্দ্রে ১৫ জন প্রিজাইডিং অফিসার কাজ করছেন।







