Friday, December 5, 2025

হাজিরা দিতে এসে আর ফেরা হলো না—খুলনায় দুই আসামি নিহত

খুলনায় আদালত চত্বরের সামনে প্রকাশ্যে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফজলে রাব্বি রাজন ও হাসিব। দু’জনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অন্যজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রোববার হাজিরা দিতে আদালতে আসার পর দুই আসামি শুনানি শেষে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর