Friday, December 5, 2025

ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য আজ

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ উপস্থাপন করা হবে প্রসিকিউশনের সূচনা বক্তব্য। একই সঙ্গে অনুষ্ঠিত হবে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড আন্দোলন’ বলেও আখ্যায়িত করেছেন। প্রসিকিউশন এ মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল দাবি করে তার রিভিউ আবেদন বাতিলের প্রার্থনা জানিয়েছে। আজ এ বিষয়ে আদেশ হতে পারে।

গত ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন অভিযোগগুলো পড়ে শোনানো হলে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ইনু। এর আগে ২৮ অক্টোবর তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে অব্যাহতির আবেদন করেন। তবে প্রসিকিউশন জানায়, ১৪ দলীয় জোটের নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারেন না।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আদালত। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে কুষ্টিয়া শহরে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করার পর যাচাই-বাছাই শেষে প্রসিকিউশন উসকানি, ষড়যন্ত্রসহ আটটি অভিযোগ আনে। ফরমাল চার্জে রয়েছে ৩৯ পৃষ্ঠা। মামলায় সাক্ষী করা হয়েছে ২০ জনকে এবং তিনটি অডিও ও ছয়টি ভিডিও প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন।

অনলাইন ডেস্ক/আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর