ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার বেলা তিনটায় জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ভোলা–বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’—এ ধরনের নানা স্লোগান দেন। দুপুরের পর থেকেই শাহবাগ এলাকায় বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল এসে যুক্ত হতে থাকে।
পাঁচ দফা দাবি
আন্দোলনকারীদের দাবিগুলো হলো—
-
ভোলা–বরিশাল সেতু নির্মাণ
-
ভোলায় মেডিকেল কলেজ স্থাপন
-
গ্যাসভিত্তিক শিল্পায়ন
-
পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন
-
নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণ
সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল জানান, তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোলা থেকে আন্দোলনে যোগ দেওয়া সাংবাদিক আদিল হোসেন বলেন, ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের স্থলযোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। একটি সেতু নির্মিত হলে এই বিচ্ছিন্নতা কাটবে এবং অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে।







