Friday, December 5, 2025

যশোরের এক পৌর বিএনপির সভাপতিকে শোকজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশনা ভঙ্গের অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইমকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি। দলীয়ভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করা এবং সভা-সমাবেশ আয়োজনের অভিযোগ আনা হয়েছে আবু নইমের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা বিএনপির দাবি, তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও গত ২৪ নভেম্বর তারিখে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আবু নইমের নেতৃত্বে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়,। যেখানে তিনি প্রার্থীর বিরুদ্ধে অশালীন  বক্তব্য দেন । এটি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। একই সাথে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর