রিকি খান, যশোর | ২৫ নভেম্বর ২০২৫
বাউল সম্রাট আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মঙ্গলবার দুপুরে গাড়িখানা রোডে সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধন শুরুর পর থেকেই এলাকাজুড়ে প্রতিবাদী স্লোগান, লালন সঙ্গীত ও বাউলগানের ধ্বনি ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা বলেন, বাউল শিল্পীদের ওপর হামলা বাংলাদেশের সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।
বক্তাদের অভিযোগ, আবুল সরকারকে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার করা হয়েছে। দেশে উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলার লোকসংস্কৃতির ওপর আক্রমণ চালাচ্ছে। পুলিশের উপস্থিতিতেই মানিকগঞ্জে বাউলদের ওপর নৃশংস হামলা হয়েছে।
তাদের দাবি, সংস্কৃতিবিরোধী উগ্রতা দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে অংশ নেন— সাংবাদিক একরাম উদদৌলা, জিল্লুর রহমান ভিটু, খবির শিকদার, তসলিমুর রহমান, অ্যাড. কায়েশ, অ্যাড. আবুল হোসেন, শামিম বিশ্বাস, জাহাঙ্গীর ফ্লাশ, রাশেদ খান, ইমরান খান ও হারুন অর রশীদ।
বক্তব্য দেন লেখক–চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপংকর দাস রতন। সঞ্চালনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলু।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল প্ল্যাকার্ড, পোস্টার, প্রতিবাদী আর্টওয়ার্ক এবং সংস্কৃতি রক্ষার স্লোগান।
আয়োজকরা বলেন, যশোরের এই প্রতিবাদ শুধু একটি জেলার নয়—এটি বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও লোকসংস্কৃতি রক্ষার সংগ্রামের অংশ।







