যশোরের বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবদলকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—যুবদলের কোনো নেতা কর্মী ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে সভা-সমাবেশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তাকে বহিষ্কার করা হবে।
সোমবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের আয়োজনে “ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনসারুল হক রানা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল।
সূত্র জানায়, অনেকটা রুদ্ধদ্বার বৈঠকের মতো অনুষ্ঠিত এ সভায় আসন্ন জাতীয় নির্বাচনে যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর এসব সিদ্ধান্ত উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের প্রতিটি ইউনিটে জানিয়ে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, যশোর-১, যশোর-২, যশোর-৪ এবং যশোর-৬ আসনে যুবদলের কয়েকজন নেতা দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই তারা ক্ষোভ প্রকাশ, ফেসবুকে স্ট্যাটাস, এমনকি জনসমাগমেও ভিন্নমত তুলে ধরছেন।
বিশেষ করে যশোর-১ ও যশোর-২ আসনে যুবদলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় নেতারা। সতর্ক করার পরও যদি তারা অবস্থান পরিবর্তন না করেন, তাহলে বহিষ্কার করা হবে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকের সূত্র আরও দাবি করে, ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জের হোসেন লিটন এবং পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমলকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগ উঠায় যুবদলের এক সভায় এই বিষয়ে কঠোর আলোচনা হয়। শৃঙ্খলা ভঙ্গ অব্যাহত রাখলে তাদের বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে।
সভায় শার্শা উপজেলা যুবদল আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান বাবু এবং রায়হানুজ্জামানকে সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে মাঠে সক্রিয় না হয়ে মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন।
বৈঠকে উপস্থিত একাধিক যুবনেতা জানান, যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর বিজয় নিশ্চিত করতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল কর্মীদের প্রতি দিকনির্দেশনা দেন।







