Friday, December 5, 2025

ভূমিকম্পে কাঁপছে বিশ্ব, তুলনামূলক নিরাপদ কিছু দেশও আছে মানচিত্রে

বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর, শনিবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, শনিবার থেকে রোববার পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ঝুঁকির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে—জোন-১ উচ্চ ঝুঁকিপূর্ণ, জোন-২ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৩ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। দেশের একটি বৃহৎ অংশই উচ্চ ও মাঝারি ঝুঁকি অঞ্চলের আওতায়।

বিশ্বের কিছু দেশে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক কম। এসব দেশ প্রধান ফল্টলাইন থেকে অনেক দূরে হওয়ায় বড় ধরনের কম্পনের সম্ভাবনা থাকে না। উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদে ভূমিকম্প ঝুঁকি অত্যন্ত কম, কারণ নিকটতম ফল্টলাইনটি প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দূরে। নাইজারও কোনো উল্লেখযোগ্য ফল্টলাইনের কাছে নয়। যদিও ভূমিকম্প ঝুঁকি কম, এরপরও দেশগুলো বন্যা, খরা ও উচ্চ তাপমাত্রার মতো প্রাকৃতিক দুর্যোগে ভোগে।

পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট ও বুরকিনা ফাসোতেও ভূমিকম্পের ঝুঁকি কম। তবে বন্যা, খরা ও আগুনের মতো ঝুঁকি সেখানে বিদ্যমান। ক্যারিবীয় অঞ্চলের বাহামা ক্যারিবীয় প্লেটের ফল্টলাইন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় ভূমিকম্প খুবই বিরল, যদিও উপকূলীয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বেশ বেশি।

ইউরোপের কয়েকটি দেশ ভূমিকম্প-নিরাপদ হিসেবে পরিচিত। ফিনল্যান্ডে নিকটতম ফল্টলাইন ২ হাজার ১০০ কিলোমিটার দূরে, ফলে বড় কম্পনের সম্ভাবনা প্রায় নেই। ডেনমার্কও ভূমিকম্প ঝুঁকিমুক্ত, কারণ প্রধান প্লেট সীমান্ত দেশটি থেকে প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দূরে। লাটভিয়া ও আয়ারল্যান্ডেও ভূমিকম্পের ঝুঁকি নিতান্তই কম।

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে প্রধান ফল্টলাইন থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্প সেখানে বিরল। তবে উপকূলবর্তী এলাকায় বন্যার ঝুঁকি রয়ে গেছে।

বিশ্বজুড়ে ভূমিকম্পের ঘনঘনতা বাড়ায় বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভবন নির্মাণে ভূমিকম্প-সহনশীল নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর