মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী বিজিবির বিশেষ টহল দল আন্দুলিয়া, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, ফুসকা এবং নানা ধরনের কসমেটিকস সামগ্রীসহ মোট ১ লাখ ৭৭ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য আটক এবং পাচারচক্রকে চিহ্নিত করার লক্ষ্যে সীমান্তজুড়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি সফলভাবে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







