আজম খাঁন,বাঘারপাড়া (যশোর) : এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিস) প্রকল্পের আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলায় জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে বাঘারপাড়া উপজেলাজুড়ে সম্প্রীতি, জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর ইকরামুল কবির মিঠু, পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, প্রণয় সরকার, দিলরুবা পারভিন, মাসুদ আলম টিপু, সাংবাদিক হুমায়ুন কবির, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ এবং ওয়েভ টিমের অন্যান্য সদস্যরা।প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
এ প্রশিক্ষণ কার্যক্রমকে বাঘারপাড়ায় নারী অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।







