মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শনিবার অনুষ্ঠিত প্রচারণাকালে পথসভায় তিনি বলেন, বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশজুড়ে নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে। জনগণ পরিবর্তন চায় এবং বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।
পথসভায় তিনি জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান এবং স্বাধীনতার সময়কার ভূমিকার প্রসঙ্গ তুলে বলেন, জনগণকে বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
গণসংযোগে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







