যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজারহাট বি কে সিটি এলাকার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— খুলনার ১০/১ হাজী মহাসিন রোডের আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (৪৩), ও খুলনা সোনাডাঙ্গা থানার বানরগাতীর আব্দুল সাত্তারের ছেলে মাসুদ (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই জন হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে যশোরের দিকে আসছিলেন। রাজারহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। সে সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক শরিফুল ইসলামের ডান হাতের ওপর দিয়ে চলে যায়, ফলে তিনি গুরুতর জখম হন। মোটরসাইকেলের অন্য আরোহী মাসুদও আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম চিকিৎসাধীন আছেন এবং তিনি আশঙ্কামুক্ত। মাসুদ প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।







