যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া মাঠে টেক্টর দিয়ে জমি চাষ করার সময় এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবক যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়ার আব্দুল কাদেরের ছেলেআব্দুর রহমান (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান মাঠে টেক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় টেক্টরের পিছনের স্যাপের লাট ঠিক করতে গেলে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।







