Friday, December 5, 2025

লোহাগড়ায় ডাকাত তুষারকে গণধোলাই

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষারকে গণধোলাই দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার সকালে নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তুষারকে তার স্বজনরা প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অভিজিৎ কুমার রায় বলেন, “তুষারকে মারধরের বিষয়টি শুনেছি। তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে তুষারের স্বজনরা অভিযোগ করেন, “আমরা ন্যায়বিচারের জন্য থানায় গিয়েছিলাম, কিন্তু প্রথমে চিকিৎসার কথা বলা হয়েছে। তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময় এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনা ঘটতে পারে। এদিকে তুষারকে মারধরের ঘটনাকে ঘিরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর