যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ শুক্রবার বিকেলে বলাডাঙ্গা বটতলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমএম কলেজের সাবেক ভিপি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক দেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দেশকে সামগ্রিকভাবে উন্নতির পথে এগিয়ে নিতে সকলের সমর্থন কামনা করেন। এসময় তিনি উল্লেখ করেন, এদেশে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে—এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কাউকে আলাদা করে দেখা হবে না। দেশের প্রতিটি নাগরিকই সম্মানিত—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি সকল পেশার মানুষকে সম্মান প্রদর্শনের অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “সকলকে নির্ভয়ে আগামী ২৬ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর জামায়াতের নায়েবে আমির মাষ্টার ইসমাইল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুছাহাক আলী এবং ইউনিয়ন সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন যুব বিভাগের থানা সেক্রেটারি সাইফুজ্জামান মনির, সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, ইসলামী আন্দোলনের জেলা প্রচার সম্পাদক মুফতি ফুরকান আহমেদ, খেলাফত মজলিসের জেলা নেতা মাওলানা মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, শামসুর রহমান এবং হাবিবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ১ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি তবিবুর রহমান।







