Saturday, December 6, 2025

যশোরে মৎস্যজীবী দলের ধানের শীষের লিফলেট বিতরণ

যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে লিফলেট বিতরণ করেছে যশোর জেলা মৎস্যজীবী দল। শুক্রবার সন্ধ্যার পর শহরতলীর জামরুলতলা বাজার এলাকায় তারা এ লিফলেট বিতরণ করে। এ সময় একটি পথসভাও অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি শাহ জালাল, আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য শাহ আলম, আসাদুল ইসলাম জাবেদ, থানা মৎস্যজীবী দলের সদস্যসচিব নাসিম হোসেন, সদস্য মোতালেব হোসেন, পাপ্পু, রোকন, ফয়সাল, মাহফুজ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তৃতায় আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া বলেন, অনিন্দ্য ইসলাম অমিত ১৯৯৬ সাল থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যেকোনো সমস্যা দেখা দিলেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছেন। টেনিয়া সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর