ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনীতিতে ব্যবসা ও দুর্নীতির চর্চা একটি অস্বাস্থ্যকর ঐতিহ্যে পরিণত হয়েছে। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত থাকে। তাই গরিবের অধিকার, সমতা, ন্যায় ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন ধারার রাজনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাদিক কায়েম।
তিনি বলেন, হাসপাতাল ব্যবস্থাকে সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসা খাতে আমূল সংস্কার আনা জরুরি। ‘জুলাই বিপ্লব’ তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় দিয়েছে, তা বাস্তবায়নে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দাবি করে তিনি বলেন, এবার ভোটের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার সময় এসেছে।
এসময় সাদিক কায়েম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, কেউ যদি কেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করে, জনগণ তার জবাব দেবে। ভোটকেন্দ্র সুরক্ষায় সচেতনতার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার বিষয়টিকে তিনি সমালোচনা করেন এবং বলেন, দেশের রাজনীতিতে দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি জানান, আন্দোলনের সময় তাঁদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা হয়েছিল। হামলার শিকার হওয়ার পরও সহায়তা করেছিলেন ডা. মসলেহ উদ্দীন ফরিদ—উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ফরিদকে দরকার।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর–৩ আসনের প্রার্থী আব্দুল কাদের ও যশোর–১ আসনের প্রার্থী আজিজুর রহমান।
সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম। বক্তব্য দেন জামায়াত যশোর জেলা পশ্চিমের দায়িত্বশীল মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।







